You dont have javascript enabled! Please enable it!

মেহেরপুর কলেজ নির্যাতন কেন্দ্র, মেহেরপুর

মেহেরপুর জেলার সর্ববৃহৎ নির্যাতন কেন্দ্রটি গড়ে তোলা হয় মেহেরপুর কলেজে। এপ্রিলের ১৯ এবং ২০ তারিখে চুয়াডাঙ্গা থেকে পাকসেনারা এসে শহরের পূর্ব প্রান্তে প্রধান সড়কের পাশে অবস্থিত মেহেরপুর কলেজের বিশাল এলাকা দখল করে স্থাপন করে তাদের মূল ঘাঁটি। বিজ্ঞান ভবনের নিচতলাকে ব্যবহার করে ইন্টারোগেশন সেল হিসেবে এবং অনতিদূরের ছাত্রাবাসকে (তখন একতলা ভবন ছিল) ব্যবহার করে কসাইখানা হিসেবে। বলা বাহুল্য, ইন্টারোগেশন সেলে প্রতিদিন অসংখ্য মানুষকে ধরে এনে কেবল জিজ্ঞাসাবাদই করা হতো না, চালানো হতো অকথ্য নির্যাতন। বিজয় লাভের পর মেহেরপুর কলেজের বিজ্ঞান ভবন এবং ছাত্রাবাসের দেয়ালে, মেঝেতে বহু দিন পর্যন্ত লেগে ছিল বাঙালি নির্যাতনের বহু চিহ্ন।
[১০৩] রফিকুর রশীদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!