You dont have javascript enabled! Please enable it! মেহেরপুর কলেজ মোড় গণকবর | মেহেরপুর - সংগ্রামের নোটবুক

মেহেরপুর কলেজ মোড় গণকবর, মেহেরপুর

দখলদার পাকিস্তান সেনাবাহিনীর হাত থেকে মেহেরপুর মুক্ত হবার পরই মেহেরপুর কলেজের উত্তরের খোলা মাঠে আবিষ্কৃত হয় অসংখ্য হতভাগ্য বাঙালির ছিন্নভিন্ন লাশ, মাথার খুলি, হাড়গোড়। স্বজনহারা অনেকেই আর্তনাদ করতে করতে ছুটে আসে, কিন্তু শনাক্ত করতে পারে না কাউকে। অবশেষে এই অশনাক্তযোগ্য শহীদদের দেহাবশেষ গুছিয়ে একত্রিত করে মেহেরপুর কলেজের দক্ষিণে মেহেরপুর-চুয়াডাঙ্গা প্রধান সড়কের পাশে একটি কবর খুঁড়ে সসম্মানে সমাহিত করা হয়। অনুমান করা হয় মেহেরপুর চুয়াডাঙ্গা এবং অন্যান্য জেলার কমপক্ষে শ পাঁচেক হতভাগ্য বাঙালিকে হত্যা করা হয়েছে মেহেরপুর কলেজের উত্তরের বধ্যভূমিতে। তাদের কারো কারো গণকবর হয়েছে ঐ বধ্যভূমিতেই। কিন্তু অধিকাংশেরই দেহাবশেষ কুড়িয়ে এনে সমাহিত করা হয়েছে কলেজ মোড়ের গণকবরে। সেই অর্থে এটিই মেহেরপুর জেলার বৃহত্তম গণকবর।
[১০৩] রফিকুর রশীদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত