মিরপুর ব্রিজ বধ্যভূমি, ঢাকা
ঢাকার মিরপুর কালী নদীর উপরের ব্রিজটি ছিল নির্বিচার হত্যা সংঘটিত করার আরেকটি স্থান। সন্ধ্যের পর এই ব্রিজের নিকট বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা হাত ও চোখ বাঁধা অসংখ্য তরুণ ও যুবককে হত্যা করত পাকবাহিনী। এদের অনেককেই পাকিস্তানিদের পোষা বিহারি কসাইরা পশুর মতো জবাই করে কালী নদীতে ছুড়ে ফেলে দিত। অনেককে দিনের বেলাতেও বাস থেকে নামিয়ে এনে এখানে হত্যা করা হয়েছে।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত