মির্জাপুর ও অন্যান্য গ্রাম গণহত্যা, পঞ্চগড়
বাংলা ২৪ কার্তিক, ১৩৭৮ তারিখ, রোববার মির্জাপুর গ্রামে নয়াদিঘির পাড়ে ইফতারের পূর্বে পাক সৈন্যরা ১১ জন লোককে গুলি করে হত্যা করে। তাদের মেরে ফেলার পূর্বে তাদের দ্বারাই খনন করে নেয়া হয় গর্ত। এই ঘটনার তিন দিন পর বলরামপুর ইউনিয়নের সাত খামারে পাকসেনারা হত্যা করে আনোয়ার হোসেন ও আব্দুল লতিফকে। এছাড়া বড় সিঙ্গিয়া গ্রামের আইনুল হক, আজিজার রহমান (ফাগু দোকানি), সামাদ ও বিলাতু মোহাম্মদকে ধরে নিয়ে যায় রুহিয়া রামনাথ ক্যাম্পে। সেখানেই তাদের ব্রাশফায়ারে হত্যা করা হয়। আটোয়ারীর ফকিরগঞ্জ বাজারে হাট চলাকালে পাক সৈন্যরা আকস্মিক আক্রমণ চালায় চারদিক থেকে। তাদের ব্রাশফায়ারে ১১ জন নিরীহ মানুষ মারা যায়।
[৫২] নাজমুল হক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত