You dont have javascript enabled! Please enable it! 1971.05.07 | মির্জাপুর থানা সদরের হাট বধ্যভূমি | টাঙ্গাইল - সংগ্রামের নোটবুক

মির্জাপুর থানা সদরের হাট বধ্যভূমি, টাঙ্গাইল

৭ মে ছিল শুক্রবার। সেদিন মির্জাপুরের থানা সদরে বরাবরের মতোই হাট বসেছিল। দুপুর আড়াইটার দিকে পাকিস্তানি অফিসার ক্যাপ্টেন আইয়ুবের নেতৃত্বে তিন দিক থেকে মির্জাপুরের বাজারটি ঘিরে ফেলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এদিন ২৭ জন সাধারণ গ্রামবাসীসহ ৫০ জন বাঙালিকে হত্যা করে পাকিস্তানি সেনারা। এ সময় দানবীর নামে খ্যাত রণদাপ্রসাদ সাহা প্রতিষ্ঠিত ভারতেশ্বরী হোম্‌স পাকবাহিনী দ্বারা আক্রান্ত হয় এবং অন্যান্য প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত হয়। রণদাপ্রসাদ সাহার মতো আরও অনেক মানুষকে পাকসেনারা ঐ সময় হত্যা করে।
[৩৪] ডা. এম.এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত