You dont have javascript enabled! Please enable it!

মিরগড় গণহত্যা, পঞ্চগড়

জুলাই মাসের ২১-২২ তারিখে রাজাকার ও বিহারিদের সহযোগিতায় পাকবাহিনী হামলা চালায় মিরগড় গ্রামে। আগের রাতে মুক্তিবাহিনী সীমান্ত এলাকা থেকে গোলাবর্ষণ করে মিরগড়ের পাক অবস্থান লক্ষ্য করে। তার প্রতিশোধ হিসেবে পরদিন তারা মিরগড় গ্রামের প্রতিটি বাড়িতে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। গ্রামবাসী ভীতসন্ত্রস্ত অবস্থায় চলে যায় ভারতীয় সীমান্তের দিকে। গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও জোতদার আছিরউদ্দিন আহমদ, প্রাইমারি স্কুলের শিক্ষক শামসুল হুদা এবং মেরু মো. নামে এক ব্যক্তি ঘর থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সারা গ্রাম ঘিরে ফেলা পাকবাহিনী আছিরউদ্দিনকে ধরে আগুনে নিক্ষেপ করে এবং অপর দুজনকে গুলি করে হত্যা করে। বিডিআর মেজর (অব.) ওসমান গনির শ্যালক এম. আর. কলেজের ছাত্র মিন্টুকে প্রাণভয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় পাকসেনারা তুলারডাঙ্গায় গুলি করে মেরে ফেলে।
[৫৫] নাজমুল হক

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!