You dont have javascript enabled! Please enable it! মুজাফফরগঞ্জ গণকবর | কুমিল্লা - সংগ্রামের নোটবুক

মুজাফফরগঞ্জ গণকবর, কুমিল্লা

কুমিল্লার মুজাফফরগঞ্জে রয়েছে গণকবর। এখানে এক বাড়িতে দুজন রাজাকার একটি বালিকাকে ধর্ষণে প্রবৃত্ত হলে বাড়ির অন্যান্য লোক তাতে বাধা দেয়। পরদিন একদল রাজাকার এবং দখলদার বাহিনী সেই বাড়ি আক্রমণ করে ৩৭ জন লোককে হত্যা করে। হায়েনার দল শুধু এতেই নিবৃত্ত হয়নি, উপরন্তু ঐ বাড়ির ৪টি বালিকাকে ধরে নিয়ে গণধর্ষণ করে। ৩-৪ দিন পর তাঁদের মৃতদেহ পাশের একটি খালে ভাসতে দেখা যায়। এ ছাড়া হাজীগঞ্জ এলাকার খোদাই বিল, মতলব ডিগ্রি কলেজ মাঠ, শাহরাস্তির চিতোশীবাজার, নরেনপুর, ফরিদগঞ্জের ডাকবাংলো চত্বর, কচুয়ার রহিমনগর, বঙ্গবন্ধু কলেজ মাঠ ও হাইমচর বাজার ছিল পাকিস্তানিদের নির্যাতন ও হত্যা কেন্দ্ৰ।
[৩৪] ডা. এম.এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত