মুজাফফরাবাদ গ্রাম গণহত্যা, পটিয়া
মুজাফফরাবাদ পটিয়ার আরাকান সড়কসংলগ্ন একটি গ্রাম। ২৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত এই গ্রাম পাকহানাদার বাহিনীমুক্ত থাকলেও ৩ মে পার্শ্ববর্তী জনৈক প্রভাবশালী মুসলিম লীগ নেতার ইঙ্গিতে দোহাজারী থেকে পাকসেনারা উক্ত গ্রামে উপস্থিত হয়ে তিন দিক থেকে ঘিরে ফেলে এবং একযোগে আক্রমণ শুরু করে। ঘরবাড়িতে অগ্নিসংযোগ, অবাধে লুটপাট করা ছাড়াও তারা ঐ একই দিনে স্থানীয় প্রবীণ প্রধান শিক্ষক রামমোহন বিশ্বাস, বিশিষ্ট সমাজকর্মী মনোমোহন চৌধুরী ও করুণ রায় চৌধুরীসহ তিন শতাধিক নারী-পুরুষকে নির্বিচারে হত্যা করে।
[১১] আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত