মিত্রিমহল গ্রাম গণহত্যা, সিলেট
মিত্রিমহল গ্রামটিও সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। কিন্তু এর অবস্থান সালুটিকরের কাছাকাছি। সেখান থেকেই একদিন পাকিস্তানি সৈন্যরা গিয়ে হাজির হয় মিত্রিমহল। পাকড়াও করে বাদাই দাসকে। প্রাণ দিলেন তিনি নিজের বাড়ির আঙিনায়। তারপর নারায়ণ দাস। তাঁর গলায় তার নিজেরই গামছা পেঁচিয়ে টানতে টানতে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়।
এ সময়ই একদিন মিত্রিমহলের আকাশে দেখা দিল পাকিস্তানি জঙ্গি বিমান। অল্প সময়ের মধ্যেই শুরু হলো শেলিং। যত্রতত্র শেলিংয়ে মারা যান ১৭ জন মুক্তিযোদ্ধা। এরা অবস্থান করছিলেন মিত্রিমহলে। আহত হন অন্য ১১ জন। শহীদ মুক্তিযোদ্ধাদের টুকেরবাজারে সমাহিত করা হয়।
গোয়াইনঘাট থানায় রাজাকার জমসিদ মিয়া এপ্রিল মাসে বরজানের চারজনকে ধরে পাকবাহিনীর হাতে হস্তান্তর করে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করায়।
[৪৬] তাজুল মোহাম্মদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত