মাশিলা গ্রাম বধ্যভূমি, যশোর
যশোর শহর থেকে ৩০ কি. মি. দূরে সীমান্তবর্তী গ্রাম মাশিলা। একাত্তরে এই গ্রাম ছিল রণাঙ্গন। গ্রামের পাশেই খাতেশ্বর আখড়ায় ছিল পাকিস্তানি সেনাদের শক্তিশালী ক্যাম্প। এই ক্যাম্প থেকে সেনাবাহিনী এসে মাশিলা গ্রামের নিরীহ মানুষের ওপর অত্যাচার চালাত। অস্ত্রের মুখে নিজের হাতে কবর খুঁড়িয়ে পাকসেনারা বহু লোককে হত্যা করে মাটিচাপা দেয়। গ্রামের পাশে সেগুন বাগানের পরের ধানক্ষেতে একাত্তরের শহীদরা ঘুমিয়ে আছেন। পাকসেনারা যুদ্ধে পরাজিত হয়ে গ্রাম ছাড়ার আগে পুরো গ্রামে মাইন পেতে রেখে যায়। সেই মাইনের আঘাতে মারা যান বহু লোক।
[২৬৩] ফখরে আলম ও মাজেদ রহমান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত