You dont have javascript enabled! Please enable it! 1971.05.10 | মালা-আলফাডাঙ্গা হত্যাকাণ্ড | ফরিদপুর - সংগ্রামের নোটবুক

মালা-আলফাডাঙ্গা হত্যাকাণ্ড, ফরিদপুর

১০ মে ফরিদপুরের আলফাডাঙ্গায় মালা গ্রামের রাজাকার সংগঠক মওলানা আলী হায়দার মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হওয়ার জের হিসেবে মালা গ্রামে পাকবাহিনী কর্তৃক নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। রাজাকারদের সহায়তায় ঐদিন বিকেল ৪টায় কাশিয়ানী থেকে মালা গ্রামে প্রবেশ করে বিশিষ্ট সমাজসেবী আসাদুজ্জামান শিকদার, গোলাম মওলা শিকদার, রোকনুদ্দিন শেখ, তৈয়েবুর রহমান, পিরু বিশ্বাস, রেপুতি পাল ও লাল মিয়াকে নির্মমভাবে হত্যা করে এবং ব্যাপকভাবে লুটপাট করে গ্রামটিতে আগুন লাগিয়ে দেয়। বেশ কিছু বাড়ি পুড়ে যায়।
পরদিন ১১ মে পাকসেনারা আলফাডাঙ্গা বাজারে লুটপাট করে এবং প্রায় অর্ধশত লোককে গুলি করে হত্যা করে। ঐ এলাকার অসংখ্য বাড়ি পুড়িয়ে দেয়া হয়।
[১৫] আবু সাঈদ খান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত