You dont have javascript enabled! Please enable it! 1971.08.25 | মানসা গণহত্যা ও বধ্যভূমি | বাগেরহাট - সংগ্রামের নোটবুক

মানসা গণহত্যা ও বধ্যভূমি, বাগেরহাট

বাগেরহাট এলাকায় ফকিরহাট থানার ৫নং বাহিরদিয়া ইউনিয়নের অন্তর্গত মাসনা ইউনিয়ন পরিষদ চত্বরে এ বধ্যভূমি অবস্থিত। এখানে পাকসেনা ও রাজাকারেরা ৯ জন নিরীহ ব্যক্তিকে হত্যা করে বলে জানা যায়। এর মধ্যে ৭ জনই ছিলেন স্কুল শিক্ষক। ২৫ আগস্ট ফকিরহাট বাজার পোস্ট অফিস থেকে ধরে নিয়ে মানসা বাহিরদিয়া ইউনিয়ন পরিষদের পাশে বর্তমান পারিবারিক স্বাস্থ্য ক্লিনিকের সামনে এদের নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। এদের বাড়ি ছিল মোল্লাহাট থানা এলাকায়। তাঁরা ঐ দিন বেতনের টাকা তুলতে পোস্ট অফিসে এসেছিলেন বলে উল্লেখ করা হয়ে থাকে। এদের সাথে ১ জন পোস্ট অফিসের কর্মচারী এবং ১ জন ইউপি সদস্যও এ হত্যাকাণ্ডের শিকার হন।
[১২২] শেখ গাউস মিয়া

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত