You dont have javascript enabled! Please enable it!

মাধবপুর নারী নির্যাতন কেন্দ্র, হবিগঞ্জ

পাকিস্তানি সৈন্যরা মাধবপুর দখল করে নেয়ার পর নারী নির্যাতনের জন্য গোবিন্দপুর গ্রামে হানা দেয় খবর পেয়ে মৌলানা আবদুর রহমান গ্রামের ৪০-৫০ জন মহিলাকে নিজ বাড়িতে একটি ঘরে আবদ্ধ করে তালা লাগিয়ে রাখেন। এতে এই এলাকার নারীদের ইজ্জত রক্ষা পায়। এ কারণে তিনি পাকিস্তানি সৈন্যদের দ্বারা প্রহৃত হন। ১৭ বছর আহত অবস্থায় জীবিত থেকে ১৯৯০ সালে তিনি মারা যান।
[৬৩] মাহফুজুর রহমান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত