You dont have javascript enabled! Please enable it! মহেশ্বরপাশা গণহত্যা | খুলনা - সংগ্রামের নোটবুক

মহেশ্বরপাশা গণহত্যা, খুলনা

যশোর-খুলনা সড়কসংলগ্ন দৌলতপুর থানাধীন একটি বর্ধিষ্ণু গ্রাম হলো মহেশ্বরপাশা। হিন্দু অধ্যুষিত এ গ্রামে ছিল বহু বনেদি পরিবারের দীর্ঘদিনের বসবাস। ১৯৬৪ সালের ৩ জানুয়ারি বিহারিরা এ গ্রামে লুটপাট ও অগ্নিসংযোগ করে। মুক্তিযুদ্ধ শুরু হলে এ গ্রামটি আবারও আক্রান্ত হয়। এপ্রিলের প্রথম সাপ্তাহে সংঘটিত এ আক্রমণে পাকবাহিনী ও বিহারিরা দ্রুত মন্দিরে প্রবেশ করে প্রথমে মন্দিরের পুরোহিত শ্রী সতিশ চক্রবর্তীকে গুলি করে হত্যা করে। এ সময় বাজারের লোকজন ছুটোছুটি করে পালাতে থাকলে আক্রমণকারীরা এলোপাতাড়িভাবে চারদিকে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়।
[৯২] মোল্লা আমীর হোসেন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত