You dont have javascript enabled! Please enable it!

মনিয়ন্দ রেল ব্রিজ গণহত্যা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা এলাকাটি নিচু বিধায় মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের নৌকায় ভারতে যেতে হতো। মনিয়ন্দ রেলওয়ে ব্রিজের নিচ দিয়ে অসংখ্য বাঙালি ভারতে গেছেন। মাঝে মাঝে পাকহানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকাররা ভারতে যাবার সময় আক্রমণ চালিয়ে মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের হত্যা করত। মনিয়ন্দ গ্রামের পশ্চিম পাশে রেলওয়ে ব্রিজসংলগ্ন গর্তে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নাম না জানা দুই শতাধিক মুক্তিযোদ্ধা ও শরণার্থীর গণকবর রয়েছে।
[১১৯] শাহজাহান আলম সাজু

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!