ময়লাগাড়িতে বধ্যভূমি, ফরিদপুর
ফরিদপুর শহরের পশ্চিমে ময়লাগাড়িতে একটি বধ্যভূমি। প্রায়ই সন্ধ্যায় ওখানে পাকসেনাদের ভ্যানে মুক্তিযোদ্ধা কিংবা ধৃত যুবকদের পিছমোড়া করে বেঁধে আনত, তারপর গুলি করে হত্যা করা হতো। ঐ স্থানে অসংখ্যা বাঙালি নর-নারীকে গুলি করে হত্যা করা হয়। তখন সন্ধ্যা নামতেই গুলির শব্দে এলাকার মানুষ কেঁপে উঠত। অনেক লাশ নিয়ে শিয়াল, কুকুর, শকুনের টানাটানি ছিল প্রায় নিত্যদিনের দৃশ্য। নতুন হাউজিং প্রকল্পের মাঝে স্থানটি বিলীন হয়ে গেছে।
[১৫] আবু সাঈদ খান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত