You dont have javascript enabled! Please enable it!

মহকুমা প্রশাসকের বাসভবন নির্যাতন কেন্দ্র, পিরোজপুর

পিরোজপুরে তৎকালীন মহকুমা প্রশাসকের বাসভবন ছিল পাক সেনাবাহিনীর দখলে। ঐ বাড়িতে নির্যাতন চালানো হতো। নির্যাতন চলত মা-বোন আর মুক্তিযোদ্ধাদের ওপর। রাজাকাররা ঐ বাড়িতে সেনা অফিসারদের জন্য মেয়েদের এনে দিত। এ সময়ে স্থানীয় ম্যারেজ রেজিস্ট্রার ফতোয়া দেন ‘সংখ্যালঘুদের মালামাল নেয়া হালাল।’ ফলে এক শ্রেণীর লুটেরা মহকুমাব্যাপী সংখ্যালঘুদের বাড়িঘরে লুটতরাজ চালায়। শহরের অধিকাংশ সংখ্যালঘুর বাড়িঘর লুট করা হয়, অগ্নিসংযোগ করা হয়। আবার অনেক বাড়ি ভেঙে নিয়ে যাওয়া হয়।
[১৩] সুকুমার বিশ্বাস

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত