You dont have javascript enabled! Please enable it!

মহাজনপট্টি গণহত্যা, সিলেট

সিলেট শহরের মহাজনপট্টি একটি প্রসিদ্ধ ব্যবসা কেন্দ্র। এখানে বাস করতেন কালীপদ বণিক। ৪ মে তাঁর বাড়ি আক্রান্ত হয়। হানাদাররা এখানে হত্যা করে প্রাণগোবিন্দ বণিক, নরেশ বণিক, সুনীল বণিক ও সুখেন্দু বণিককে। কালীপদ বণিক অত্যাচারে জর্জরিত হয়ে ধর্মান্তরিত হয়ে প্রাণে বাঁচেন। এছাড়া খাদিমনগর চা বাগান, উড়িয়াপাড়া, ইলাশকান্দি, খান চা বাগান, কালগুল চা বাগান, তেলিয়াপাড়া চা বাগান, দেওয়াছড়া চা বাগান ও সিলেট হাসপাতালে নির্যাতন ও গণহত্যা চালানো হয়।
[৩৪] ডা. এম.এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!