You dont have javascript enabled! Please enable it! 1971.04.03 | মহিগঞ্জ শ্মশানঘাট বধ্যভূমি | রংপুর - সংগ্রামের নোটবুক

মহিগঞ্জ শ্মশানঘাট বধ্যভূমি, রংপুর

মহিগঞ্জ রংপুর শ্মশানঘাটের বধ্যভূমি থেকে অলৌকিকভাবে বেঁচে যান মন্টু ডাক্তার। ৩ এপ্রিল রংপুর সেনানিবাসের ২টি মেস থেকে ১১ জনকে নিয়ে যাওয়া হয় মহিগঞ্জ শ্মশানঘাট বধ্যভূমিতে। এই দলে মন্টু ডাক্তারের সাথে ছিলেন রংপুরের জনপ্রিয় ভাসানী ন্যাপ নেতা ইয়াকুব মাহফুজ আলী।
এছাড়া রংপুর শহরে আরও দশটি গণকবর ও বধ্যভূমি রয়েছে। এগুলো হলো (১) নবির হাট, (২) জাফরগঞ্জ পুল, (৩) শ্মশানঘাট, মহিগঞ্জ, (৪) সাহেবগঞ্জ, (৫) দেবীপুর, (৬) টাউন হলের পেছনে, (৭) সেনানিবাস, (৮) লাহিড়ীর হাট পুকুর, (৯) শিবগঞ্জ ও (১০) শ্যামপুর।
[৩৪] ডা. এম.এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত