You dont have javascript enabled! Please enable it!

মঘিয়া বধ্যভূমি, বাগেরহাট

বাগেরহাট জেলার ভাষার বাজার ও কচুয়ার মাঝামাঝি মঘিয়া গ্রাম। ১৩৭৮ সনের ২৮ আশ্বিন, ভাষার বাজারে ছিল সাপ্তাহিক হাটবার, তাই লোক সমাগম অন্যদিনের তুলনায় ছিল বেশি। রাজাকাররা প্রায়ই টহল দিতে এ বাজারে আসত। ভয়ার্ত পরিবেশে লোকজন দ্রুত কাজ সেরে বাড়ি ফিরছিল। মঘিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের পাশে একটি গাছের সাথে ২৫-৩০ জন লোককে রাজাকাররা বেঁধে রাখে। একজন রাজাকার এদের মধ্যে থেকে হরেরাম মণ্ডলকে খুঁজে নিয়ে রামদা দিয়ে এক কোপে তার পুরুষাঙ্গ কেটে ফেলে। পুনরায় ঐ রাজাকার হুংকার দিয়ে পা দিয়ে চেপে ধরে হরেরাম মণ্ডলকে রামদা দিয়ে জবাই করে হত্যা করে। এরপর তারা বাঁধন খুলে দুজনকে নিয়ে খালের পাড়ে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। লাথি মেরে খালে ফেলে দেয়। এভাবে রাজাকাররা ক্রমান্বয়ে গুলি করে সবাইকে খালে ফেলে দেয়। এছাড়া এ হত্যাকারীরা বিভিন্ন এলাকা থেকে লোকজন ধরে এনে এখানে হত্যা করে, মুক্তিবাহিনী ভাষার হাটে প্রবেশ করে যুদ্ধ করে দখল নেয়ার চেষ্টা করে পরাজিত হয়। রাজাকারা এক মুক্তিযোদ্ধার লাশ বাঁশের মাথায় লটকিয়ে কচুয়া নিয়ে যায়। কত হতভাগ্যকে রাজাকাররা এখানে এনে নৃশংসভাবে হত্যা করেছে তার সঠিক সংখ্যা জানা নেই।
[১২২] শেখ গাউস মিয়া

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!