মডার্ন সিনেমা হলের পেছনে গণকবর, রংপুর
১ মে, ১৯ জন বাঙালি সেনা অফিসার ও সৈনিককে সেনানিবাস থেকে বের করে এনে রাত বারোটার দিকে সাহেবগঞ্জের (রংপুর) এই সিনেমা হলের পেছনে বধ্যভূমিতে হত্যা করে মাটিচাপা দেয়া হয়। এই বধ্যভূমি থেকে বেঁচে যায় এক রিক্সাচালক। পাকসেনাদের এক দালাল জব্বার নভেম্বরের ৮ তারিখে একই রিক্সাচালককে ন্যাপের কর্মী বলে ধরে নিয়ে যায়। তাকে মডার্ন সিনেমা হলে আটক রাখা হয়। এখানে তখন প্রায় ৩৪০ জনকে আটকে রাখা হয়েছিল। তেরো দিন অমানুষিক নির্যাতন চালানোর পর তাঁদের সিনেমা হলের পেছনে নিয়ে যাওয়া হয়। সেখানে একে একে জবাই করা হয়। এরই এক ফাঁকে সে (রিক্সাচালক) পালিয়ে যেতে সক্ষম হয়।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত