ভট্টাচার্য বাড়ি বধ্যভূমি, পটিয়া
বাংলা ১৩৭৮ সনের ৩ জ্যৈষ্ঠ ছনহরা ও আলমদর পাড়া এলাকায় রাজাকার ও আলবদর বাহিনীর লোকজন পাকবাহিনীকে পথ দেখিয়ে তাদের নিজেদের এলাকায় নিয়ে আসে। তাদের চোখে সন্দেহভাজন লোকজনদের ধরে স্থানীয় জমিদার বাড়ি ভট্টাচার্য বাড়ির সামনের পুকুর পাড়ে নিয়ে এসে গুলি করে হত্যা করে। এখানে যাঁরা শহীদ হন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য অ্যাডভোকেট বৌদেন্দ্র বিকাশ ভট্টাচার্য ও ডা. প্রণবেশ ভট্টাচার্য। পাকবাহিনীর এই নিধনযজ্ঞে শহীদ হন মোট ৮ জন।
[১১] আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত