You dont have javascript enabled! Please enable it!

ভাওয়াল টিলা গণহত্যা, সিলেট

যুদ্ধ চলাকালীন পাকহানাদার বাহিনী সিলেট জেলার খাদিমনগর এটিআই সংলগ্ন ভাওয়াল টিলায় মর্মান্তিক গণহত্যা চালায়। খাদিমনগর চা বাগানের শ্রমিকদের অনেক দিন রোজগার না থাকায় অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছিল, এই সুযোগটাই ব্যবহার করে পাকিস্তানি হানাদারেরা। শ্রমিকদের কাজ ও রেশনের প্রলোভন দেখিয়ে সকল শ্রমিককে একত্রিত করে ভাওয়াল টিলার একটি পরিত্যক্ত ঘরে। আশ্বাস ছিল ঘর থেকে একজন করে বের হবে, নাম লিখে রেশন নিয়ে যাবে। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই, ঐ ঘরের জানালা দিয়েই ঘরের ভেতরে নিক্ষিপ্ত হয় টিয়ার গাসের শেল। তারপর গর্জে ওঠে আগ্নেয়াস্ত্র, ৪৪ জন শ্রমিক শহীদ হন। শহীদের লাশগুলো গর্ত করে গণকবর দেয়া হয়।
[৫৫] গুলনাহার তুহীন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত