ভাওয়াল টিলা গণহত্যা, সিলেট
যুদ্ধ চলাকালীন পাকহানাদার বাহিনী সিলেট জেলার খাদিমনগর এটিআই সংলগ্ন ভাওয়াল টিলায় মর্মান্তিক গণহত্যা চালায়। খাদিমনগর চা বাগানের শ্রমিকদের অনেক দিন রোজগার না থাকায় অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছিল, এই সুযোগটাই ব্যবহার করে পাকিস্তানি হানাদারেরা। শ্রমিকদের কাজ ও রেশনের প্রলোভন দেখিয়ে সকল শ্রমিককে একত্রিত করে ভাওয়াল টিলার একটি পরিত্যক্ত ঘরে। আশ্বাস ছিল ঘর থেকে একজন করে বের হবে, নাম লিখে রেশন নিয়ে যাবে। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই, ঐ ঘরের জানালা দিয়েই ঘরের ভেতরে নিক্ষিপ্ত হয় টিয়ার গাসের শেল। তারপর গর্জে ওঠে আগ্নেয়াস্ত্র, ৪৪ জন শ্রমিক শহীদ হন। শহীদের লাশগুলো গর্ত করে গণকবর দেয়া হয়।
[৫৫] গুলনাহার তুহীন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত