বোদা গণহত্যা, পঞ্চগড়
বোদা এলাকায় ১৭ এপ্রিল এসেই পাকসেনারা শহরের তিনজন ব্যক্তিকে হত্যা করে চলে যায়। অক্টোবর মাসের প্রথম দিকে মুক্তিবাহিনী নয়াদিঘি দখল করার পর সাকোয়া-নয়াদিঘি ও বোদা এলাকায় বৃদ্ধি পায় পাকবাহিনীর অত্যাচার। বোদা এলাকার তিনদিকেই বাংলাদেশ হওয়ায় এই অঞ্চলে পাকবাহিনী ও তাদের দোসরদের তৎপরতা ছিল অত্যন্ত বেশি। নয়াদিঘিতে মুক্তিবাহিনীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাজাকার কমান্ডার হবিবর ও অন্যদের সহায়তায় পাকবাহিনী নয়াদিঘি বাজার ঘেরাও করে এবং সেরাজুল আলম প্রধান ও খায়রুল আলম প্রধানসহ ধরে নিয়ে যায় ১৭ জনকে তাদের সকলকে বালিয়াডাঙ্গী থানায় গুলি করে হত্যা করা হয়। তাদের ধরে নিয়ে যাওয়ার সময় অগ্নিসংযোগ করা হয় গ্রামে এবং মারপিট করা হয় বহু গ্রামবাসীকে।
[৫২] নাজমুল হক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত