বোনারপাড়া লোকোশেড বধ্যভূমি ও গণকবর, গাইবান্ধা
মুক্তিযুদ্ধের প্রাক্কালে গাইবান্ধার সাঘাটা থানার বোনারপাড়ায় প্রায় ৩,০০০ বিহারির বাস ছিল। তাদের পেশা ছিল রেলের চাকরি, কসাইগিরি, মুদিখানা, টি স্টল ও পানের দোকানের। বোনারপাড়া লোকোশেড স্টিম ইঞ্জিনের বয়লারে জ্যান্ত মানুষ নিক্ষেপ করে পুড়ে মারা হতো। অনেক বাঙালিকে বিহারিরা ফাঁসি মঞ্চ তৈরি করে ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকরি করে মৃতদেহ বয়লারে নিক্ষেপ করে পুড়ে ফেলত। ৫ ডিসেম্বর বোনারপাড়ার বিহারিরা পাকবাহিনীর সঙ্গে সৈয়দপুরে পালিয়ে যায়।
বোনারপাড়া থানা সদরে আরো তিনটি গণকবর আছে: (ক) বিএডিসির তেলের ট্যাঙ্কের পাশে, (খ) বর্তমান কেজি স্কুলের পাশে, (গ) বোনারপাড়া কলেজের পাশে।
[৫৮০] ড. মো. মাহবুবর রহমান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত