You dont have javascript enabled! Please enable it!

বিটঘর গণহত্যা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া

অক্টোবরের প্রথম সপ্তাহে পানিশ্বর ইউনিয়নের বুলিবাড়িতে পাকহানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে পাকসেনাদের একজন সদস্য দলছুট হয়ে পথ হারিয়ে দুর্গাপুরে চলে আসে। এ সময় সাধারণ জনগণ উক্ত পাকসেনাকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনার প্রতিশোধ নিতে পরদিন রোববার পাকসেনারা আশুগঞ্জ গ্রামে ব্লক দিয়ে এবং মসজিদ থেকে মুসল্লিদের ধরে মসজিদের কাছেই খালের পাড়ে দাঁড় করিয়ে ৭২ জন সাধারণ মানুষ ও মুসল্লিকে নৃশংসভাবে হত্যা করে। এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা এলাকাবাসীকে এখনো ব্যথিত করে।
উক্ত নৃশংস হত্যাকাণ্ডের পর বিটঘরসহ আশপাশের গ্রাম জনশূন্য হয়ে পড়ে। ফলে লাশগুলো খালেই পানিতে ভাসতে থাকে। পরদিন শহীদের আত্মীয়স্বজনরা কয়েকটি লাশ জানাজা ছাড়াই কোনো রকম মাটিচাপা দিয়ে কবরস্থ করেন। বিটঘরের পানাউল্লাহর মাজারের পাশে ৫ জনের কবর রয়েছে।
[৫২২] শাহজাহান আলম সাজু

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!