You dont have javascript enabled! Please enable it!

বাহাদুরপুর গণহত্যা, যশোর

শহরের উত্তরে বাহাদুরপুর এলাকায় ১৮ এপ্রিল, ‘৭১-এ নৃশংসভাবে হত্যা করা হয় ২৪ জনকে। এঁদের মধ্যে বেঁচে আছেন লুৎফর রহমান (৫৩)। সকাল আটটার দিকে পাকসেনারা গ্রাম ঘিরে ফেলে ২৮ জন নিরীহ কৃষককে কামারবাড়ি জঙ্গলে নিয়ে যায়। তাঁদেরকে প্রশ্ন করা হয়, ‘তোমরা বাঙালি না বিহারি,’ গ্রামবাসী বলেন, ‘আমরা মুসলমান,’ তখন শুরু হয় মারধর, নির্যাতন। পাকসেনারা বলতে থাকে বাঙালি মুসলমান হয় না। এরপর এক মেজরের নির্দেশে ৪ জন সেনা গুলি করে। কিছুক্ষণ পর সবাই মারা গেছে কিনা তা নিশ্চিত করার জন্য আবার গুলি চালানো হয়।
গ্রামের এক গৃহবধূ বীথিকা বিশ্বাস আহত অবস্থায় বেঁচে যান এবং এখনও তিনি বেঁচে আছেন। এছাড়া বেঁচে আছেন লুৎফর, নওশের, মনসুর, আব্দুল ওহাব; নিহতদের মধ্যে ছিলেন আবু বকর সিদ্দিক, মকবুল, মহিউদ্দিন, নূর বক্স, মনোয়ার, আমিন উদ্দিন, হানিফ, কাওসার হাকিম, আবদুস সামাদ, মকসেদ, সফর আলী, ইউনুস হামিদ, রুহুল আমিন।
[৩৪] ডা. এম.এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!