বিষ্ণুপুর গ্রাম গণহত্যা, বাগেরহাট
পাকসেনা ও রাজাকারেরা দড়াটানা নদীর বিপরীত তীরে অবস্থিত বিষ্ণুপুর গ্রামে গিয়ে পরপর দুবার গণহত্যা চালায়। ৩০ এপ্রিল তারা তাদের দোসরদের সহযোগিতায় বিষ্ণুপুর গ্রামে গিয়ে হানা দেয়। সেখানে তারা দুজন ব্যক্তিকে হত্যা করে এবং এর ৮ দিন পর ৭ মে রাজাকারেরা আবার ঐ গ্রামে হামলা চালায়। উদ্দেশ্য লুটপাট এবং গণহত্যা চালানো। অন্যরা পালিয়ে যেতে সমর্থ হলেও দুজন তাদের হাতে ধরা পড়ে। তাঁদের গলা কেটে হত্যা করে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে এগিয়ে এলে আব্দুল শেখ নামক একজন ব্যক্তিকেও হত্যা করা হয়।
[১২২] শেখ গাউস মিয়া
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত