You dont have javascript enabled! Please enable it! বিষ্ণুপুর গণহত্যা | সিলেট - সংগ্রামের নোটবুক

বিষ্ণুপুর গণহত্যা, সিলেট

সিলেটের বিষ্ণুপুরে প্রায় ২৫ জন নিরীহ মালি গ্রামবাসীকে পাকহানাদারেরা ধরে এনে গুলি করে গণহত্যা চালায়। সিলেট ও কানাইঘাটের সংযোগকারী মালিগ্রাম ব্রিজ, মালিগ্রামের রাজাকার, কানাইঘাট থানা পুলিশ ক্যাম্প ধ্বংস করার জন্য মুক্তিবাহিনীরা ১৩ ভাদ্র ভোর ৫টার দিকে মুক্তিবাহিনী মালিগ্রাম ব্রিজ ধ্বংস করে এবং ৬ জন রাজাকার ও ১ জন পুলিশকে ধরে নিয়ে যায় জানিয়াখলা ক্যাম্পে। এই অপারেশনের প্রতিশোধ হিসেবে পাকহানাদারেরা মালিগ্রামের আব্দুল খালেক, ইউসুফ আলী, তোতা মিয়া, আব্দুর রশিদ, সামছুল হক, কানাই মিয়া, আবর আলী, আব্দুল কাদির, আব্দুল ওয়াহাব, আব্দুল মোতালিব, জহির আলী, খোরশেদ আলী, ইসরাফ আলী, খোরমান আলী, ভবার আলী, ছিফ উল্লাহ এবং শওকত আলী এই ২৫ জন গ্রামবাসীকে একত্র জড়ো করে ১৪ ভাদ্র গুলি করে হত্যা করে।
[৫৫] গুলনাহার তুহীন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত