বালুপাড়া গ্রাম গণহত্যা ও গণকবর, দিনাজপুর
চিরিরবন্দরের বালুপাড়া গ্রামের বহু মানুষকে হত্যা করে কাঁকড়া নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে। চিরিরবন্দরের বিভিন্ন পুকুরপাড় এবং নদীর পাড়কে বধ্যভূমি হিসেবে ব্যবহার করা হয়। এখানকার বহু পুকুরপাড়েও রয়েছে গণকবর।
[১৩৭] সুকুমার বিশ্বাস
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত