You dont have javascript enabled! Please enable it!

বিশ্বনাথ গণহত্যা, সিলেট

বিশ্বনাথ সিলেট শহরের অনতিদূরে অবস্থিত একটি উপজেলা। এখানেও একাত্তর সালে হানাদার বাহিনী তাদের নির্বিচার হত্যাযজ্ঞ চালায়। তবে এ উপজেলায় তারা হত্যাকাণ্ড সংঘটিত করে বিচ্ছিন্নভাবে।
এপ্রিলের শেষ দিকে পাকিস্তানি হায়েনারা একদিন হানা দেয় বিশ্বনাথ উপজেলার একটি গ্রামে। ধরে আনে নিরপরাধ তিনজনকে। বীভৎস উল্লাসের মধ্য দিয়ে তারা তাঁদের হত্যা করে আগ্নেয়াস্ত্রের গুলিতে।
অধ্যক্ষ কৃষ্ণকুমার পাল চৌধুরীকে আশ্রয় দেয়ার কারণে ক্যাপ্টেন করম খান পুড়িয়ে দেয় পদ্মকেশ চৌধুরীর বাড়ি। তারপর হত্যা করে পদ্মকেশ চৌধুরীর ভাই ব্যোমকেশ চৌধুরীকে। কর্মকলাপতি গ্রামের বসন্ত কুমার দাস চাকরি করতেন ডাক বিভাগে। পাকবাহিনী বাড়িতে চড়াও হয়ে তাঁকে গুলি করে হত্যা করে। একই সাথে পুড়িয়ে দেয় তাঁদের বাড়ি।
বিশ্বনাথ বাজারে মিষ্টির দোকান ছিল ধীরেন্দ্র কুমার দাশের। বাড়ি তাঁর কমলগঞ্জ থানায়। তাঁকেও ধরে নিয়ে হত্যা করে পাকবাহিনী।
[৪৬] তাজুল মোহাম্মদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!