বামুন্দী গণকবর, মেহেরপুর
গাংনী থানার বামুন্দীতে ছিল পাকিস্তান সেনাবাহিনীর একটি শক্তিশালী ঘাঁটি। আশপাশের গ্রামের বহু মানুষকে ধরে এনে এখানে নির্মমভাবে অত্যাচার করা হয়, প্রাইমারি স্কুলের পেছনে বহু হতভাগ্য বাঙালির দেহাবশেষ পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, ধর্মদহের শহীদুল (পিতা-আব্দুল গফুর), বালিয়াঘাটের আব্দুল কাদের (পিতা-কছের মণ্ডল), বেতবাড়িয়ার আহাদ আলী এবং আরো অনেককে এখানে হত্যা করে মাটি চাপা দেয়া হয়েছে।
[১০৩] রফিকুর রশীদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত