বাঞ্ছারামপুর গণহত্যা, ব্রাহ্মণবাড়িয়া
মুক্তিযুদ্ধ চলাকালীন ১৭ জুলাই ঢাকার সুত্রাপুর ও মুন্সিগঞ্জ থেকে নারী-পুরুষ ও শিশুসহ ৭৫ জন বাঙালি ২টি লঞ্চে করে আগরতলায় যাবার পথে বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লঞ্চ দুটি আটক করে সকল যাত্রীকে থানায় নিয়ে আসে। এ সময় লঞ্চের সকল মালামাল লুট হয়। থানার কর্মকর্তা হোমনায় অবস্থানকারী পাকসেনাদের খবর দিয়ে এনে তাদের হাতে বাঙালিদের তুলে দেয়। পাকিস্তানি সৈন্যরা ধৃত মহিলাদের ধর্ষণ করে। এক পর্যায়ে পাকহানাদাররা ব্রাশফায়ার করে সবাইকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়।
[১১৯] শাহজাহান আলম সাজু
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত