বামুন্দী নির্যাতন কেন্দ্র, মেহেরপুর
মেহেরপুর জেলার দ্বিতীয় বৃহত্তম নির্যাতন কেন্দ্র ছিল গাংনী থানার বামুন্দীতে। তহসিল অফিস এবং বর্তমান প্রাইমারি স্কুলের কাছে ছিল নির্যাতন কেন্দ্র। এলাকার বহু নিরীহ মানুষ, দেশত্যাগী শরণার্থী এবং আটকে পড়া মুক্তিযোদ্ধাকে বামুন্দী ক্যাম্পে নির্মমভাবে নির্যাতন করা হয়। অনেককে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। বিজয় লাভের পর বামুন্দী প্রাইমারি স্কুলের কাছে অসংখ্য হত্যভাগ্য মানুষের হাড়গোড়, মাথার খুলি পাওয়া যায়।
[১০৩] রফিকুর রশীদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত