You dont have javascript enabled! Please enable it!

বারাকপুর গণহত্যা ও নির্যাতন, খুলনা

খালিশপুর ও দৌলতপুর সংলগ্ন ভৈরব নদীর অপর তীরে দিঘলিয়া থানার বারাকপুর গ্রামের রবিকান্ত বিশ্বাস ও ডা. হরিহর রায়ের পরিত্যক্ত বাড়িতে শরীফ আনোয়ার হোসেনের নেতৃত্বে রাজাকার ক্যাম্প স্থাপিত হয়। এখানে এক কোম্পানি রাজাকার অবস্থান করত। এর অধীনে ছিল চারজন গ্রুপ কমান্ডার। এ ক্যাম্প প্রতিষ্ঠার পর হতে রাজাকাররা এই এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। তারা লুটপাট ও নারী ধর্ষণে মত্ত হয়ে ওঠে। স্থানীয় দালালরা তাদের সহযোগিতায় এগিয়ে আসে। এরা ব্যক্তিগত শত্রুদেরও রাজাকারদের সহযোগিতায় নির্মূল করতে থাকে। এপ্রিল মাসের শেষের দিকে নিকেরীপাড়া মসজিদের পাশে অজ্ঞাতনামা ৬-৭ জন লোককে রাজাকাররা হত্যা করে। পরে স্থানীয় মানুষ মসজিদের পাশে তাদের লাশ গণকবর দেয়।
[৯২] মোল্লা আমীর হোসেন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!