বারোআড়িয়ার গণহত্যা, খুলনা
বটিয়াঘাটা থানার একটি গ্রাম বারোআড়িয়া। হিন্দু অধ্যুষিত এ গ্রামটি বাজার ও লঞ্চঘাটের জন্য বিখ্যাত। মুক্তিযুদ্ধের সময় এখানকার মনি গোলদারের বাড়িতে রাজাকার ক্যাম্প স্থাপিত হয়। রাজাকাররা লুণ্ঠন, নারী ধর্ষণ ও হত্যাযজ্ঞের দ্বারা এলাকায় এক ভয়ার্ত পরিস্থিতির সৃষ্টি করে। এখানে হত্যাকাণ্ডের মধ্যে বাজার সংলগ্ন গুরুপদ মণ্ডল ও তার সন্তানদের হত্যার ঘটনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। মোজাহার ও হাতেম নামক দুজন রাজাকারের নেতৃত্বে একদল রাজাকার এক রাতে এ বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়িতে ছিল গুরুপদ মণ্ডলের স্ত্রী গুরুদাসী, ছেলে অংশুপতি মণ্ডল, মেয়ে অঞ্জলি মণ্ডল, খোকন এবং পারুল। রাজাকাররা এদের ধরে নিয়ে পার্শ্ববর্তী নদীর চরে গুরুদাসী ও পারুল ব্যতীত অন্যদের হাঁটু পর্যন্ত কাদায় পুঁতে গুলি করে হত্যা করে। এরপর গুরুদাসীর কোল থেকে পারুলকে ছিনিয়ে নিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে। এরপর থেকে পাগলপ্রায় গুরুদাসী এলাকায় অসহায়ের মতো ঘুরে বেড়ায়।
[৯২] মোল্লা আমীর হোসেন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত