বাগবাড়ি গণহত্যা, সুনামগঞ্জ
সুনামগঞ্জের ছাতক উপজেলা সদর এবং বাজারের নিকটবর্তী একটি গ্রাম বাগবাড়ি। পাকিস্তানি হানাদার বাহিনী একদিন বাগবাড়ি গ্রামে চড়াও হয়ে অভিযান চালায়। গ্রামে প্রবেশ করে প্রথমেই আগুন ধরিয়ে দেয় এমপিএ সমছু মিয়া চৌধুরীর বাড়িতে। তারপর নির্দয়ভাবে পাকবাহিনী হত্যা করে সমছু মিয়া চৌধুরীর বৃদ্ধ পিতা ও ভাই এবং দুই অবলা নারীকে। তারপর হত্যা করে একই এলাকার আরো দুইজনকে।
এভাবে সমগ্র ছাতক উপজেলায় অসংখ্য লোককে হত্যা করে পাকবাহিনী। পুড়িয়ে দেয় অসংখ্য ঘরবাড়ি। লুট করে কোটি কোটি টাকার সম্পদ। ধর্ষণ করে শত শত মা-বোনকে।
[৪৬] তাজুল মোহাম্মদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত