You dont have javascript enabled! Please enable it! বাঘারপাড়া বধ্যভূমি | যশোর - সংগ্রামের নোটবুক

বাঘারপাড়া বধ্যভূমি, যশোর

যশোর থেকে ৩০ কি. মি. উত্তরে চিত্রা নদীর তীরে বাঘারপাড়া থানার আমজাদ মোল্লা, কায়েম আলী নামের রাজাকারদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল সেখানকার মানুষ। চানপুরে মুক্তিযোদ্ধা নওশেরের বৃদ্ধ মা-বাবাকে উলঙ্গ করে গুলি করে হত্যা করে তারা। সাত মুক্তিযোদ্ধার গায়ের চামড়া খুলে তারা কুয়ায় ফেলে দেয়। এরা বন্দবিলা হাইস্কুলের প্রধান শিক্ষক, এলাকার বুদ্ধিজীবী সিরাজুল ইসলাম ও ছাত্র সাখাওয়াতকে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করে। এ ছাড়া নিহতদের মধ্যে যাঁদের নাম জানা যায় তাঁরা হলেন আফসার রুহুল, আবুল মণ্ডল, খোকন, তাঁর বাবা আব্দুল মালেক, গাইদঘাটার সুরত আলি, মুক্তার আলি, রজব, চাঁদ আলি, তার স্ত্রী, আড়োকান্দির মান্নান, উত্তর চাঁদপুরের আয়নাল ও নিমটার তারাপদের স্ত্রী।
[১৩৭] ডা. এম.এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত