বলেশ্বর নদী ঘাটের সিঁড়ির বধ্যভূমি, পিরোজপুর
পিরোজপুর শহরের বলেশ্বর নদীর ঘাটের একটি সিঁড়ির ওপর দাঁড় করিয়ে হত্যা করা হতো নিরীহ বাঙালিদের। হুলারহাটের নদীঘাট ও কাউখালীর নদীঘাটেও চলত হত্যাযজ্ঞ। এ ছাড়া মঠবাড়িয়া ও কাউখালী ঘাটে রয়েছে দুটি গণকবর।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত