You dont have javascript enabled! Please enable it!

বড়লেখা থানা চত্বর সংলগ্ন বধ্যভূমি, মৌলভীবাজার

মৌলভীবাজার জেলার বড়লেখা থানা পশু হাসপাতালের দক্ষিণ পাশের প্রাণকৃষ্ণ আচার্যের বাড়ির পশ্চিম পাশেই একটি বধ্যভূমির অস্তিত্ব বিদ্যমান। ঘোলষা গ্রামের বলাই দাসকে মে মাসের প্রথমদিকে পাকবাহিনী ধরে বড়লেখা ক্যাম্পে নিয়ে যায়। তার ওপর অত্যাচার চালানো হয়। পরে তাকে শিক্ষক প্রাণকৃষ্ণ আচার্যের বাড়ির পশ্চিম পাশের বধ্যভূমিতে অমানুষিকভাবে বেয়নেট খুঁচিয়ে হত্যা করা হয়। স্বাধীনতার পর এ স্থানে মৃত মানুষের হাড়গোড় দেহ কঙ্কাল পাওয়া গেছে। উক্ত বধ্যভূমিতে ঘোলষা গ্রামের বলাই দাস, পিতা মদন লাল দাসসহ আরো অনেককে হত্যা করা হয়েছে।
[১২] গোপাল দত্ত

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত