বড়বাজার কালীবাড়ি বধ্যভূমি, ময়মনসিংহ
ময়মনসিংহ শহরের বড় বাজারের কালীবাড়ি একটি বধ্যভূমি। কালীবাড়ির একটি কক্ষে পাওয়া যায় চওড়া দুটি কাঠের টুকরা যাতে চাপ চাপ রক্তের চিহ্ন ছিল। ধারণা করা হয়, এই কাঠের টুকরার ওপর রেখেই হতভাগ্য বাঙালিদের জবাই করে হত্যা করা হতো। কালীবাড়ির পাশের পুকুরে পাওয়া গেছে অসংখ্য নরকঙ্কাল। কালীবাড়ির পাশের দুটি কুয়ো ছিল মানুষের লাশে ভরা। এ দুটি কুয়োতে নরকঙ্কাল, গলিত লাশ, ছিন্ন মস্তক, ছিন্ন দেহ, জমাট বাঁধা রক্ত ও দুর্গন্ধে একাকার কত মানুষকে এখানে হত্যা করা হয় তা সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। তবে পাঁচশর অধিক লোককে এখানে হত্যা করা হয়েছে বলে অনুমান করা হয়।
ময়মনসিংহ ডাকবাংলো, নিউমার্কেট ও কেওয়াটখালী রেলওয়ে কলোনির কাছে ও নদীর ধারেও রয়েছে বধ্যভূমি। এসব বধ্যভূমি থেকে সহস্রাধিক মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়। শহরে সাহেব কোয়ার্টারের একটি পুকুর থেকে বাক্সভর্তি নরকঙ্কাল পাওয়া যায়। শহরের অদূরে কাচারি ঘাটেও রয়েছে বধ্যভূমি। এখানে যেসব বাঙালিকে হত্যা করা হয় তার অধিকাংশই নদীতে ফেলে দেয়া হয়। ডাকবাংলোর পাশে নদীর ধারেও পাওয়া গেছে বহু নরকঙ্কাল ও মাথার খুলি। এই ডাকবাংলোয় ছিল আলবদর বাহিনীর ক্যাম্প।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত