বদু মিয়ার আম বাগান বধ্যভূমি, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ার বদুমিয়ার বাগানের পেছনে (বর্তমান শান্তিপাড়া) বাবলাবাগান শহরের সবচেয়ে বড় বধ্যভূমি। যাঁদের হত্যার সিদ্ধান্ত নেয়া হতো তাঁদের ধরে বাবলাবাগানে নিয়ে এসে ৫-৭ ফুট গভীর গর্ত খুঁড়িয়ে নেয়া হতো। পরে এদের গর্তের পাশে দাঁড় করিয়ে গুলি করে ঐ গর্তে ফেলে মাটিচাপা দেয়া হতো। নয় মাসে শতাধিক নিরীহ মুক্তিকামী বাঙালিকে এখানে হত্যা করা হয়েছে।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত