ফেনী রেলস্টেশন ডোবা বধ্যভূমি, ফেনী
‘৭১-এর মে মাসে ফেনী শহরের রেল স্টেশন এলাকার একটি ডোবায় বহু লোককে হত্যা করে পাকবাহিনী। এছাড়া জোয়ার কাছাড় গ্রামের ৪৯ জন নারী- পুরুষকে গুলি করে হত্যা করা। এঁরা হলেন মমিনুল হক, তারিকুলনেসা, আমিনুল হক, আবুল খায়ের, হোসনে আরা বেগম, মোহসেনা বেগম, হাজেরা খাতুন, সুলতান আহমেদ সুজা মিয়া, মকবুল, অহিদুর রহমান, আবদুল গফুর, ওয়াহিদুল হক, আমিনুল হক, শামসুল হক, আবদুস সালাম, ইয়াকুব আলী, আবদুল বারিক, জুলেখা খাতুন প্রমুখ।
[৩৪] দিলরুবা বেগম
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত