ফেনী শহর ও শহরতলী গণহত্যা ও বধ্যভূমি, ফেনী
ফেনী শহরে এলাকার আশপাশে মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী বধ্যভূমি হিসেবে ব্যবহার করে। দাগনভূঁইয়া, মাতুভূঁইয়া, কুটিরহাট, ছাগলনাইয়ার রেজুমিয়া এসব স্থানের সেতু এলাকায় শত শত মানুষকে হত্যা করে ফেলে রাখা হয়। জানা যায় ফেনীর বিভিন্ন অঞ্চল থেকে এদের ধরে এনে হত্যা করা হতো। স্বাধীনতার পর এসব এলাকায় মানুষের অসংখ্য মাথার খুলি, হাড়, কঙ্কাল পাওয়া যায়। তবে এ স্থানগুলোতে কত সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছে তার কোনো হিসাব পাওয়া যায়নি।
[৩৪] দিলরুবা বেগম
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত