বংশাই নদীর তীরের বধ্যভূমি, টাঙ্গাইল
বংশাই নদী তীরে পাকহানাদার বাহিনী অসংখ্য বাঙালিকে হত্যা করে। টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থান থেকে তারা বাঙালিদের ধরে আনত এবং ব্রাশফায়ারে ও বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে বংশাই নদীতে ফেলে দিত। মির্জাপুর থানা থেকে ধরে এনে শতাধিক বাঙালিকে এখানে হত্যা করেছ পাকসেনারা। এই নদীর তীরের তৎকালীন মার্কেট উন্নয়ন অফিসটি ছিল পাকহানাদার ক্যাম্প। এখানে ধরে আনা বাঙালিদের পাকসেনারা খরস্রোতা নদীর তীরে এমনভাবে দাঁড় করাত যেন গুলি লাগার সাথে সাথে লাশগুলো নদীতে পড়ে যায়। এই বংশাই নদী তীরের বধ্যভূমি থেকে অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন মির্জাপুরের সাধন ভট্টাচার্য ও গান্ধী সাহা।
[৩৪] ডা. এম.এ. হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত