বকচর বধ্যভূমি, যশোর
যশোর শহরের বকচর এলাকার বধ্যভূমিতে শুয়ে আছে কয়েকশ’ শহীদ। মুক্তিযুদ্ধের শুরুতে পাকবাহিনী স্থানীয় অবাঙালিদের সহায়তায় বকচর এলাকায় অপারেশন চালিয়ে একদিনেই কয়েকশ মানুষকে হত্যা করে। পরে এলাকার নটবর বাবুর বাঁশবাগানের গর্তে লাশের ওপর লাশ ফেলে মাটিচাপা দেয়। কত মানুষকে সেদিন হত্যা করা হয়েছিল তার কোনো সুনির্দিষ্ট তথ্য জানা সম্ভব হয়নি। তবে বকচরের বড় বাড়িরই ২৭ জন সেদিন শহীদ হন। এ ছাড়া আশপাশের বাড়ির মানুষ, আশ্রিত রামকৃষ্ণ মিশনের সেবক, স্বাধীনতার পক্ষের পুলিশ, ইপিআর সদস্যদের নির্বিচারে পাকসেনারা গুলি করে হত্যা করে।
[২৬৫] ফখরে আলম
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত