বকসীগঞ্জ গণকবর, ময়মনসিংহ
ময়মনসিংহের জামালপুর মহকুমার বকসীগঞ্জে কয়েকটি গণকবর আবিষ্কৃত হওয়ার পর স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জনসাধারণ কবরগুলো থেকে লাশ তুলে জানাজা সম্পন্ন করে সেগুলো দাফন করেন। কোনো কোনোটা থেকে পঞ্চাশ-ষাটটি লাশ উদ্ধার হয়। এই অঞ্চলে আরও কিছু গণকবর ছিল কিন্তু সে সেময় দুর্গন্ধের জন্য লাশ তোলা সম্ভব হয়নি।
[৩৮৮] রিয়াজ আহমেদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত