You dont have javascript enabled! Please enable it!

বক্তাবলী বধ্যভূমি ও গণকবর, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকাতে রয়েছে গণকবর। পাকহানাদার বাহিনী তাদের এদেশীয় সহযোগীরা ১৯৭১ সালের ২৭ জুন এবং ২৯ নভেম্বর নৃশংস গণহত্যা চালায়। প্রথম এবং দ্বিতীয়বারের আক্রমণে তারা যথাক্রমে ১৪৭ এবং ১৩৯ জন বাঙালিকে গুলি, বেয়োনেট চার্জ ও পুড়িয়ে হত্যা করে। উল্লেখ্য বক্তাবলীতে ছিল মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ কেন্দ্র। শেষোক্ত দিন ভোর রাতে ৩৫টি গ্রামে একই সঙ্গে আক্রমণ করা হয়। ফজরের নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের নদীর পাড়ে দাঁড় করিয়ে হানাদার বাহিনী গুলি করে হত্যা করে। যারা গুলিতে মারা যায়নি বেয়নেট বিদ্ধ করে তাদের মৃত্যু নিশ্চিত করা হয়। ৩১ জন নারী-পুরুষকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। ১১ হাজার বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়। আহত হয় শত শত মানুষ। আহতদের মধ্যে অনেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তন্মধ্যে ৭০-৮০ জনকে লক্ষ্মীনগর কবরস্থানে গণকবর দেয়া হয়।
[৩৯২] রোজিনা কাদের

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!