বগী গণহত্যা, বাগেরহাট
২১ অক্টোবর বৃহস্পতিবার, ৩ কার্তিক বাগেরহাটের বগী বন্দরের নিকটে একটি গণহত্যা ঘটে। পাকবাহিনীর সঙ্গে সুন্দরবনের মুক্তিযোদ্ধাদের সরাসরি সংঘর্ষের এক পর্যায়ে গণহত্যাটি ঘটেছিল। সেদিন ছিল রমজান মাসের পয়লা তারিখ I পিরোজপুর থেকে একটি গানবোট গাবতলা সুইজের কাছে নেমে ব্রাশ করতে করতে বগীর দিকে অগ্রসর হচ্ছিল। এ সময়ে মাঠের মধ্যে বীজতলার কাজ করছিলেন বগী গ্রামের কিছু লোক। পাকবাহিনীর সরাসরি গুলিবর্ষণে এঁরা ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন। পাকবাহিনী চলে যাওয়ার পর শহীদের মর্যাদায় লাশগুলোকে দাফনের ব্যবস্থা করা হয়। জানাজা পরানোর পর উপস্থিত মুক্তিযোদ্ধারা লাশগুলোকে শায়িত রেখে সাময়িক কায়দায় সেলুট করেছিলেন এবং “জয়বাংলা” ধ্বনি দিয়েছিলেন।
[১২৪] স্বরোচিষ সরকার
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ (দ্বিতীয় খণ্ড) – মুনতাসীর মামুন সম্পাদিত