৪ এপ্রিল ১৯৭১ঃ বাংলাদেশকে স্বীকৃতি দিন – কৃষ্ণ মেনন
ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কৃষ্ণ মেনন লোকসভায় বলেন ভারতের উচিত বাংলাদেশের নতুন সরকারকে স্বীকৃতি দেয়া এবং মানবিক দৃষ্টিভঙ্গী দেখিয়ে পূর্ব পাকিস্তানীদের সহায়তায় এগিয়ে আসা। বিলম্বে সেখানে পশ্চিম পাকিস্তানীদের সমর্থনে বিদেশী শক্তি সেখানে আরেকটি ভিয়েতনাম সৃষ্টি করতে পারে। পশ্চিম বঙ্গ বিধান সভায় গৃহীত প্রস্তাব কেন্দ্রে নেয়া উচিত বলে মন্তব্য করেন রাজ্যসভার স্বতন্ত্র সদস্য দয়া ভাই পেটেল। পিএসপি এর বাঙ্কি বিহারী দার, স্বতন্ত্র পিসি মিত্র অবিলম্বে বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার আহবান জানিয়েছেন। তারা পূর্ব পাকিস্তানে মানবিক সহায়তার জন্য স্বেচ্ছাসেবক পাঠানোর দাবী জানান।